Shieladitya Moulik : শিলাদিত্যর ছবি ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি' তে থাকছে চমক
শিলাদিত্য মৌলিকের আগামী ছবি মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি। যশ দাশগুপ্ত-নুসরত জাহান এই ছবিতে অভিনয় করছেন সেটা কনফার্ম ছিল। এবার তৃতীয় নামটাও জানিয়ে দিলেন পরিচালক। তিনি হলেন দেবাশিস মণ্ডল। যিনি অনির্বাণ ভট্টাচার্যের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ মন্দার-এর কেন্দ্রীয় চরিত্র ম্যাকবেথ ওরফে মন্দার। এছাড়াও থাকছেন সুমন্ত মুখোপাধ্যায়। শিলাদিত্য জানিয়েছেন, তাঁর ছবিতে মাস্টারমশাই হিসেবেই দেখা যাবে প্রবীণ অভিনেতাকে।তপন সিংহের আতঙ্ক-এর জনপ্রিয় সংলাপ মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি। সেই থেকেই শিলাদিত্যের ছবির নাম। এই ছবির মাধ্যমে কিংবদন্তি পরিচালক তপন সিনহাকে শ্রদ্ধার্ঘ্য জানাবেন শিলাদিত্য মৌলিক। অক্টোবরেই কাশ্মীরে এই ছবির একটি গানের শ্যুটিং সেরেছেন যশ ও নুসরত। গত মাসে ছবির শুভ মহরৎও হয়ে গেছে।পরিচালক শিলাদিত্য মৌলিক তাঁর এই ছবির প্রসঙ্গে জানিয়েছেন, ২০০০ সাল তাঁর ছবিতে ক্যামেরাবন্দি হবে এই ছবং। সেইমতোই হবে ছবির সাজপোশাক। কলকাতা, কাশ্মীর এবং রাঢ় বাংলার কিছু অঞ্চল উঠে আসবে মাস্টার মশাই আপনি কিচ্ছু দেখেননিতে।প্রযোজক হসাবে পূর্ণদৈর্ঘ্যর ছবিতে এনা সাহার এটা তৃতীয় প্রোজেক্ট। এসওএস কলকাতা, চিনেবাদাম এর পর মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননিআসছে এনা সাহার জেরেক এন্টারটেনমেন্ট থেকে।